page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল
লাইফস্টাইল

আবার টুইন পিকস, ২০১৬ তে সিজন থ্রি

১৯৯০ এর বিখ্যাত আমেরিকান টিভি সিরিজ টুইন পিকস। মার্ক ফ্রস্ট আর ডেভিড লিনচের তৈরি এই সিরিজে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডেল কুপার এক তরুণীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে উপস্থিত হন টুইন পিকসে।

লরা পালমার

সে সময়ের অত্যন্ত জনপ্রিয় শো ছিল টুইন পিকস। আমেরিকা ও তার বাইরে এই সিরিজ বেশ প্রশংসিত হয়। বিজ্ঞাপন, কমিক্স, বই, ভিডিও গেমস, গানের লিরিক ইত্যাদি জনপ্রিয় সংস্কৃতিতে টুইন পিকসের প্রভাব যথেষ্ট।

প্রায় ২৪ বছর পরে শো টাইমের সৌজন্যে টুইন পিকস আবার ফিরে আসছে। সিরিজটির পরিচালক ডেভিড লিনচ টুইটারে এ খবর দিয়েছেন। গত সপ্তাহে পরিচালক ডেভিড লিনচ ও  সহ-পরিচালক মার্ক ফ্রস্ট দুজনই এ ব্যাপারে ইঙ্গিত দেন। তারা জানিয়েছেন, টুইন পিকসের রহস্যময় আর বিশেষ জগৎ আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা খুবই উৎসাহী।

শোটাইমের ডেভিড নেভিন্স এক বক্তব্যে বলেন , “আমি আর কী বলতে পারি, ডেভিড লিনচ আর মার্ক ফ্রস্ট শোটাইমে আসছেন ২০১৬ সালে।”

নয় পর্বের নতুন সিজনে আগের কাহিনীর পর থেকে দেখানো হবে। এটা কোনো রিমেক না। লিনচ আর ফ্রস্ট পুরো সিজনের দায়িত্ব নিয়েছেন।

টুইন পিকস সাম্প্রতিককালের সবচেয়ে সেরা ফিরে আসা। টুইন পিকসের শেষ পর্বে লরা পালমার বলেছিলেন, “২৫ বছর পর দেখা হবে।” মনে হচ্ছে তিনি তার কথা রাখবেন।

 

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক