“বই বের হয়ে যাওয়ার পরে আমার নিজের ঘর শূন্য হইয়া যায়” – কামরুজ্জামান কামু
- February 18, 2015
- 0
এবারের বইমেলায় পহেলা ফাল্গুনে বের হয়েছে গ্রাম ও নগরের স্মৃতিচারণের কবিতা নিয়ে বই ‘চেয়ে আছো’।
দুই বছর আগে কবি কামরুজ্জামার কামুর কবিতার বই নিগার সুলতানা প্রকাশের পর এবারের বইমেলায় পহেলা ফাল্গুনে বের হয়েছে গ্রাম ও নগরের স্মৃতিচারণের কবিতা নিয়ে বই ‘চেয়ে আছো’।
‘চেয়ে আছো’ বইটি নিয়ে কবির সঙ্গে কথা বলেছেন নওয়াজ ফারহিন অন্তরা।
ইউটিউব ভিডিও

সাংবাদিক, ঢাকা ট্রিবিউন নিউজপেপার। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে স্নাতক পাশ করে আর পড়ালেখা করা হয় নাই। জন্ম ১৯৯৩, ঢাকা শিশু হাসপাতাল।