page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

“লেখকের কাছে সব গল্পগুলোই একরকম সন্তানের মত তার কাছে প্রিয় লাগে” – সাদ কামালী

এবারের বইমেলায় লেখক সাদ কামালীর দুটি বই বের হয়েছে। তার প্রকাশিত সব গল্প থেকে কিছু প্রিয় বাছাই গল্প নিয়ে বই মেলায় এসেছে লেখকের বই ‘প্রিয় গল্পগুলো’। আর গল্পগুলি বাছাইয়ের দায়িত্বে ছিলেন লেখক নিজেই। টরেন্টো-প্রবাসী লেখক সাদ কামালীর আরো একটি বই ‘রবীন্দ্রনাথের জায়া ও জননী’ বের হয়েছে কথা প্রকাশ থেকে।

About Author

নওয়াজ ফারহিন অন্তরা
নওয়াজ ফারহিন অন্তরা

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। জন্ম- ঢাকা, মে ১৯৯৩।