page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

শাকিরার দ্বিতীয় ছেলে সাশা পিক মেবারকের জন্ম

বিখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক পেশাদার ফুটবল খেলোয়াড় জেরাড পিক তাদের দ্বিতীয় পুত্র জন্ম দিলেন স্পেনের বার্সেলোনায়। গত শুক্রবার এই পপতারকা টুইটারের মাধ্যমে সারা বিশ্বকে এই খবর জানিয়ে দেন।

ছেলের জন্মের খবর শাকিরা তার ফেসবুক পেজেও প্রচার করেন, “আমরা সাশা পিক মেবারকের জন্মের সংবাদ ঘোষণা করতে আনন্দ বোধ করছি, শাকিরা মেবারক ও জেরাড পিকের পুত্র জানুয়ারির ২৯ তারিখ রাত ৯.৫৯ মিনিটে বার্সেলোনায় জন্মগ্রহণ করেছে। গ্রীক ও রাশিয়ান ভাষা থেকে উদ্ভূত সাশা শব্দের অর্থ ‘মানবজাতির রক্ষক’ ও ‘যোদ্ধা’।”

৩৭ বছর বয়সী এই গায়িকা এবং ২৭ বছরের খেলোয়াড়ের প্রথম পরিচয় ঘটে ২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময়, যখন শাকিরা তার বিখ্যাত ‘ওয়াকা ওয়াকা’ গানটি গেয়ে বিশ্ব মাতিয়েছিলেন।

২০১৩ সালে জানুয়ারিতে এই জুটি তাদের প্রথম সন্তান মিলানের জন্ম দেন।

About Author

দ্বীনা মাহজাবিন
দ্বীনা মাহজাবিন