page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

“সব উপন্যাস সব গল্প সব কবিতাই তো ভালোবাসার গল্প”—আনিসুল হক

এবারের বইমেলায় আনিসুল হকের নতুন বই এসেছে ৮টি। এর মধ্যে ৪টি উপন্যাস, ২টি কলামের বই এবং ২টি কিশোরদের বই।

প্রথমা প্রকাশনী থেকে আমারও একটি প্রেম কাহিনী আছে, পার্ল পাবলিকেশন্স থেকে শুধু একদিন ভালোবাসা, জ্ঞানকোষ থেকে ভালোবাসো বাঁচো এবং সময় প্রকাশনী থেকে বেরিয়েছে সেলাই


আনিসুল হকের ইন্টারভিউ – ইউটিউব ভিডিও

সেলাই উপন্যাসটি রানা প্লাজা ধ্বসে পড়ার ঘটনার উপর ভিত্তি করে লেখা। ভালোবাসো বাঁচো এক কুমারী মা এবং তার ছেলের গল্প।

প্রথমা প্রকাশনী থেকে বের হওয়া আমারও একটি প্রেম কাহিনী আছে এর মধ্যে অনেক জনপ্রিয় হয়েছে। আনিসুল হক জানান, এই উপন্যাসটির মধ্যে অনেক সমসাময়িক উপাদান এবং সমসাময়িক সমস্যা আছে। তিনি জানান, প্রেমের উপন্যাস হলেও সাহিত্য তৈরির উদ্দেশ্যেই উপন্যাসটি লিখেছেন। তাঁর কথায়, “আমার এই বইয়ে ফেসবুক নিয়ে সমস্যা আছে, ঘরের মধ্যে ফেসবুকে আমরা যে কোনো নারী-পুরুষের সাথে যোগাযোগ করতে পারছি।”

চারটি উপন্যাসের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় উপন্যাস ভালোবাসো বাঁচো

তিনি বলেন, “খুবই ইমোশনাল, খুবই সেন্টিমেন্টাল, ওইটা আমার খুবই প্রিয় বই। আমি লিখি আর কাঁদি।”

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক