
হুয়াওয়ে মেইট থার্টি প্রো, থাকবে দুইটি ৪০ মেগাপিক্সেল ক্যামেরা
- August 5, 2019
- 0
- Mate 30 Pro-র পিছনে থাকবে দুইটা ৪০ এমপি সেন্সর
- P30 মডেলের ৪০ এমপি প্রাইমারি RYYB সেন্সর আবারো আসছে, সঙ্গে ৪০ এমপি আলট্রা ওয়াইড লেন্স
- ফোনের সাথে আরও যোগ হতে পারে 8MP Zoom Lens এবং 5z Optical Zoom
শোনা যাচ্ছে, হুয়াওয়ে মেইট ৩০ প্রো’র ফিচারে থাকতে পারে ৪০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সাথে ৪০ এমপি লেন্স যেটা ১২০ ডিগ্রি কাভার করবে।
এই সপ্তাহের হেডলাইনগুলির কেন্দ্রে আছে স্যামসাং-এর Galaxy Note 10। শোনা যাচ্ছে পুরানো S10 সিরিজের ১২ এমপি নিয়ে আসছে স্যামসাং-এর এই নতুন মডেলটি। তবে মনে করা হচ্ছে, তা দিয়েও হয়ত প্রতিযোগিতায় এবার টিকতে পারবে না স্যামসাং, কারণ হুয়াওয়ে তাদের নতুন ফোনে ৪০ এমপি সেন্সর দেওয়ার চেষ্টায় আছে।
আইস ইউনিভার্স এর একটি টুইটে জানা গেছে, ফোনটির 40MP 1/1-7 inch সেন্সরটি P30 Pro-এর RYYB সেন্সরের সমান।
How does Huawei’s camera surpass Samsung? This picture tells you the answer. pic.twitter.com/NOKf3EEhDh
— Ice universe (@UniverseIce) August 4, 2019
আইস ইউনিভার্স-এর এই টুইটটির সঙ্গে মিল আছে গত মাসের শেষ সপ্তাহে প্রকাশিত মেইট ৩০ প্রো সংক্রান্ত Teme-এর আরেকটি টুইটের। Teme-এর টুইটটিতে বলা হয়েছে, মেইট ৩০ প্রো’র 40MP Modules-এর সাথে যুক্ত হয়েছে 8 MP Telephoto Lens। যেটা 5x Optical Zoom দেয়।
I told you a few rumors about Mate 30 pro camera, IMO this is more possible.
40MP 1/1.5″ sensor with f/1.6 – f/1.4 aparture, RYYB pixel layout and Cine lens features when taking video.
40MP 1/1.7″ 120° ultrawide lens with cine lens features.
8MP tele 5X zoom#HuaweiMate30Pro pic.twitter.com/ac3ODQnqVV— Teme (特米) (@RODENT950) July 31, 2019
এছাড়া, হুয়াওয়ে জানিয়েছে, এই মডেলটিতে তারা ভিডিও’র জন্য নতুন Cine Lens ব্যবহার করছে।
P30 Pro দিয়ে হুয়াওয়ে এর মধ্যেই স্যামসাং থেকে এগিয়ে আছে। এখন মনে করা হচ্ছে, Mate 30 Pro দিয়েও তারা নিজেদের এই অবস্থান ধরে রাখতে পারবে।
হুয়াওয়ের Mate 30 Pro কবে নাগাদ বাজারে আসবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি, তবে অক্টোবরে ফোনটা রিলিজ হতে পারে।