page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল
ব্লগ

“একক ঠিকাদারি নেওয়ার যে বিষয়টা ছিল সেই জিনিসটা কমছে”—তানিম কবির

tanim

এবারের মেলায় তানিম কবিরের কবিতার বই ওই অর্থে প্রকাশিত হয়েছে শুদ্ধস্বর প্রকাশনী থেকে।


তানিম কবিরের ইন্টারভিউ – ইউটিউব ভিডিও

এর আগে তানিম কবিরের দুটি কবিতা পুস্তিকা বের হলেও এই বইটিকেই তানিম কবির তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কবিতার বই বিবেচনা করেন।

তাঁর কবিতা লেখার শুরু ২০০৪/৫-এর দিকে। লেখা শুরুর দিক থেকে তিনি শূন্য দশকের কবি হলেও তাঁর বিকাশ ও পরিণতির কথা বিবেচনা করে নিজেকে দ্বিতীয় দশকের কবি মনে করেন তানিম কবির।

তিনি মনে করেন, কবিতায় তিরিশের দশক থেকে ষাট সত্তর পর্যন্ত তিরিশের দশকই চলমান ছিল।

পত্রিকায় কবিতা ছাপানোর গুরুত্ব হ্রাস প্রসঙ্গে তিনি বলেন, “একক ঠিকাদারি নেওয়ার যে বিষয়টা ছিল সেই জিনিসটা কমছে।”

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক