page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল
ব্লগ

গানের ঝড় তুলতে যাচ্ছে শাহ রুখ-কাজলের ‘দিলওয়ালে’

dilwale 204

রোহিত শেঠি পরিচালিত রেড চিলিজ প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী ছবি ‘দিলওয়ালে’ এ বছর বলিউডের অন্যতম আলোচিত ছবি হতে যাচ্ছে শাহ রুখ-কাজল জুটির অভিনয়ের কারণে। তবে সিনেমাটির গান নাকি ‘মিউজিক্যাল ঝড়’ নিয়ে আসবে এ কথা জানিয়েছেন সনি মিউজিক ইন্ডিয়ার একজন মুখপাত্র।

সনি মিউজিক ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইন্ডিয়ার রোমান্টিক এই কাপলের সাথে আমাদের সম্পর্ক শুরু হয়েছে ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে ১৯৯৮ সালে, এরপরে ২০০১ এ ‘কাভি খুশি কাভি গাম’ এবং তারপরে ২০১০ সালে ‘মাই নেইম ইজ খান’। আর এখন ২০১৫ সালে ‘দিলওয়ালে’। এই সম্পর্ক আর বড় হচ্ছে।

‘দিলওয়ালে’ ছবির সঙ্গিত পরিচালনা করেছেন প্রিতম চক্রবর্তী।

দেখুন: বুলগারিয়ায় দিলওয়ালের শুটিংয়ের সময়ে তোলা ছবি:

সনি মিউজিক ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ইন্ড্রাস্টির সেরাদের সাথে যুক্ত হওয়াটা দারুণ একটি সুযোগ। আমরা রোহিত শেঠি, রেড চিলিজ ও প্রিতমের সাথে একত্রিত হয়ে ২০১৫-তেও মিউজিক্যাল ঝড় আনতে যাচ্ছি।

বর্তমানে বুলগারিয়াতে দিলওয়ালের শুটিং চলছে।

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক