গত রবিবার সকালে একটি বালুঝড় চীনের রাজধানী বেইজিং-এ আঘাত হানে। এই ঝড়ের কারণে শহরটির বায়ু দূষণের মাত্রা হঠাৎ করেই অনেক বেড়ে যায়।
একই সঙ্গে ঝড়ের কারণে বেইজিং-এর আকাশের রঙ হলুদাভ হয়ে পড়ে।
শহরের বাসিন্দাদের মতে, তখন আকাশের সূর্য দেখতে ছোট একটা বিন্দুর মতো দেখাচ্ছিল।
এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বেইজিং-এ বালুঝড় আঘাত হানলো। ঝড়ের আগে গত শনিবারে বেইজিং-এর আবহাওয়া অধিদপ্তর ‘ইয়েলো ওয়ার্নিং’ বা হলুদ সতর্কতা জারি করে।
দেশটিতে প্রচলিত মোট ৪টি মাত্রার সতর্কতা পদ্ধতির মধ্যে ‘ইয়েলো ওয়ার্নিং’ হলো দ্বিতীয় সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর তাদের সতর্কতায় জোরালো এবং দমকা হাওয়ার ব্যাপারেও নাগরিকদের সাবধান করে যার যার বাসায় থাকার পরামর্শ দিয়েছিল।
ছবিতে দেখা যাচ্ছে রবিবার বালুঝড়ের পরে বেইজিং-এর আকাশ।