রাশিয়ায় ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল পারমাফ্রস্টের নিচ থেকে ২৮ হাজার বছর আগের একটি সিংহশাবকের সংরক্ষিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সিংহশিশুটির মুখের ভেতরে তার মায়ের দুধের অবশেষ থাকতে পারে।
কোয়াটারনারি সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, ২০১৮ সালে সিংহের এই বাচ্চাটির মৃতদেহ রাশিয়ার ইয়াকুতিয়া শহরের সেমুইলিয়াখ নদীতে পাওয়া গিয়েছিল। তার নাম রাখা হয়েছিল স্পার্টা। ২০১৭ সালেও আরেকটি সিংহের বাচ্চা পাওয়া গিয়েছিল, যার নাম রাখা হয়েছিল বরিস।
গবেষণাপত্রের লেখক ভ্যালেরি প্লটনিকভ-এর মতে, স্পার্টার শরীর এত ভালভাবে সংরক্ষিত ছিল যে, তখনও তার পশম, অভ্যন্তরীণ অঙ্গ এবং কঙ্কাল অক্ষত ছিল।
প্লটনিকভ আরও বলেছেন, “গবেষণায় অসাধারণ ফলাফল পাওয়া গেছে। আর আগে ইয়াকুতিয়ায় এমন আর কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায়নি।”
তিনি জানান, “আমরা আশা করছি যেন, সিংহের এই বাচ্চাটির মৃতদেহে তার মায়ের দুধের অন্তত কিছু অবশেষ অক্ষত পাওয়া যায়। তাতে মা সিংহ কী খেতো, সে ব্যাপারে ধারণা পেতে পারবো আমরা।”
স্কাইনিউজ অবলম্বনে মোয়াম্মা সুলতানা আরিবা