সানিয়া রুশদী
বিদ্যায়তন: উদয়ন বিদ্যালয় (ঢাকা, বাংলাদেশ), কাওয়ান্ডিলা প্রাইমারি স্কুল (অ্যাডেলেইড, অস্ট্রেলিয়া), ওকলি হাই স্কুল (মেলবোর্ন, অস্ট্রেলিয়া), মেন্টোন গার্লস সেকেন্ডারি কলেজ (মেলবোর্ন, অস্ট্রেলিয়া), মোনাশ ইউনিভার্সিটি (মেলবোর্ন, অস্ট্রেলিয়া), ইউনিভার্সিটি অফ সিডনি (সিডনি, অস্ট্রেলিয়া), ডিকিন ইউনিভার্সিটি (মেলবোর্ন, অস্ট্রেলিয়া)।লেখাপড়া ও কাজকর্ম: প্রাথমিক শিক্ষা ঢাকায় উদয়ন স্কুলে। ১৯৮৭ সাল (স্কুলের ৪র্থ শ্রেণী) নাইজেরিয়াতে কেটেছে। ৫ম শ্রেণী উদয়ন স্কুলে শেষ করে, ১৯৮৯ সাল থেকে অস্ট্রেলিয়াতে আছেন। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে আছেন। মোনাশ ইউনিভার্সিটি, সিডনি ইউনিভার্সিটি ও ডিকিন ইউনিভার্সিটিতে জৈব বিজ্ঞান ও মনোবিজ্ঞান পড়েছেন।
এমনও দিনে তারে বলা যায়
“এমন দিন কি কখনও আবার আসবে, যখন আমি খুশির স্রোতে ভুইলাই যাব যে হাত-পায়ের নখ বড় হইছে, এইগুলারে কাটা দরকার?"