সৌদি আরবের বিজ্ঞানীদের একটি দল প্যালিওলিথিক যুগের অ্যাসিরিয়ান সভ্যতার বাসিন্দাদের ব্যবহৃত কিছু পাথরের সরঞ্জাম উদ্ধার করেছে।
উদ্ধারকাজে অংশ নেয়া প্রত্নতাত্মিক দল এ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশটির আল-কাসিম অঞ্চলের পূর্বদিকে অবস্থিত শুয়াইব আল-আদঘাম অঞ্চল থেকে প্রায় দুই লক্ষ বছর পুরনো এসব হাতিয়ার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা হাতিয়ারের মধ্যে রয়েছে প্যালিওলিথিক যুগের মাঝামাঝি সময়ে ব্যবহৃত পাথরের তৈরি কুঠার।