‍”কখনো কি আপনারা জানতে পারেন পাখি কী গান গাইছে? জানেন না। কিন্তু তবু সে সব শোনেন। আর্টের ক্ষেত্রেও কখনো কখনো শুধু দেখাটাই গুরুত্বপূর্ণ।”

—পাবলো পিকাসো

 

জন্ম ২৫ আক্টোবর ১৮৮১, স্পেনের মালাগায়। পাবলো রুইজ পিকাসো (Pablo Ruiz Picasso) ছিলেন চিত্রকর, ভাস্কর, প্রিন্টমেকার, সিরামিকশিল্পী ও থিয়েটার ডিজাইনার। ১৯৭৩ সালের ৮ এপ্রিল তার মৃত্যু হয় ফ্রান্সে।