বন্ধুর সাফল্যকে ক্ষমা করতে পারাই আসল বন্ধুত্বের লক্ষণ।
— গিয়ের্মো দেল তোরো
জন্ম ৯ অক্টোবর ১৯৬৪, মেক্সিকোর গুয়াদালাহারায়। গিয়ের্মো দেল তোরো গোমেজ (Guillermo del Toro Gómez) ফিল্ম ডিরেক্টর, লেখক, অভিনেতা, সাবেক স্পেশাল ইফেক্ট মেক্যাপ আর্টিস্ট। ফ্যান্টাসি ছবি, ‘প্যান’স ল্যাবেরিন্থ’ (২০০৬) তার বিখ্যাত সিনেমা।