মনজুরুল আহসান ওলী
১৯৮৭ তে জন্ম। ফ্রিল্যান্স। শৈশব কৈশোর নওগাঁ-শান্তাহার আর রংপুরে। ম্যাট্রিকের পরে থেকে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ের ছাত্র ছিলেন। কোর্স কমপ্লিট করেন নাই। মূলত ছবি আঁকেন। এখনো কোনো একক প্রদর্শনী হয় নাই।
ভোরে বুড়িগঙ্গার পাড়ে একটা কুকুর
শীতকাল হবে তখন। প্রায়শই নদীতীরের রাস্তাটা ধইরা আমি হাঁটতে যাইতাম। রাস্তাটা চমৎকার। অনেক বাতাস পাওয়া যায়।